অভিজ্ঞতা ছাড়াই ইন্টার্ন নেবে আইসিসিএডি, বেতনসহ কাজের সুযোগ ঢাকা শহরে

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিষয়ে কাজ করা বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD) ইন্টার্ন নিয়োগের ঘোষণা দিয়েছে। পরিবেশ, প্রশাসন, যোগাযোগ, গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা– এসব বিষয়ে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

প্রতিষ্ঠানটি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন এবং টেকসই উন্নয়ন নিয়ে গবেষণা ও বাস্তব প্রকল্প পরিচালনা করে। নতুন প্রজন্মকে এ খাতে যুক্ত করার লক্ষ্যেই এবার বিভিন্ন বিভাগে ইন্টার্ন নেওয়া হচ্ছে। আবেদনকারীদের অভিজ্ঞতা লাগবে না—তবে শেখার আগ্রহ ও দায়িত্ববোধ থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)

💼 পদের নাম ইন্টার্নশিপ (Internship)

👥 পদসংখ্যা নির্ধারিত নয় (বিভিন্ন বিভাগে একাধিক জন নিয়োগ দেওয়া হবে)

🎓 শিক্ষাগত যোগ্যতা

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অথবা সদ্য পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ করে পরিবেশবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও মিডিয়া কমিউনিকেশন বিভাগ থেকে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

🧩 অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন নেই। নতুনরাও আবেদন করতে পারবেন।

💰 বেতন আলোচনাসাপেক্ষ। নির্বাচিত ইন্টার্নদের কাজের প্রকৃতি ও মেয়াদের ওপর ভিত্তি করে ভাতা প্রদান করা হবে।

⏱ ইন্টার্নশিপের মেয়াদ ৩ থেকে ৬ মাস (পারফরম্যান্সের ওপর নির্ভর করে মেয়াদ বাড়ানো যেতে পারে)।

📍 কর্মস্থল ঢাকা (Independent University Bangladesh – IUB ক্যাম্পাস, বসুন্ধরা, ICCCAD অফিস)।

📑 মূল দায়িত্বসমূহ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্পে প্রশাসনিক সহায়তা প্রদান

গবেষণা কাজে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ

-প্রজেক্ট টিমকে মাঠ পর্যায়ের সমন্বয়ে সহায়তা করা

-রিপোর্ট, প্রেজেন্টেশন ও ডকুমেন্টেশন প্রস্তুত করা

-স্থানীয় ও আন্তর্জাতিক ইভেন্ট, কর্মশালা ও কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ

🧠 কাঙ্ক্ষিত দক্ষতা

-ইংরেজি ও বাংলা ভাষায় লেখালেখি ও যোগাযোগ দক্ষতা

-গবেষণা ও ডেটা অ্যানালাইসিসে আগ্রহ

-টিমওয়ার্কে সক্ষমতা ও সময়নিষ্ঠা

-Microsoft Office ও Google Workspace ব্যবহারে দক্ষতা

🕒 আবেদন করার শেষ সময় চলতি মাসের ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।

🔗 আবেদন প্রক্রিয়া আগ্রহীরা https://icccad.net/vacancies/internships এই লিংকে গিয়ে বিস্তারিত তথ্য পড়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *