১৪তম থেকে ১৬তম গ্রেডে ৪০৯টি এবং ২০তম গ্রেডে ২৬০টি পদসহ মোট ৬৬৯টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদন শুরু: ১ অক্টোবর সকাল ১০টা থেকে
আবেদন শেষ: ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত
গত ২৩ সেপ্টেম্বর গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদসমূহ:
-স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ২৯ জন
-নকশাকার – ৪১ জন
-কার্যসহকারী – ১৪৪ জন
-অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৭৬ জন
-হিসাব সহকারী – ১১৯ জন
-অফিস সহায়ক – ১৬১ জন
-নিরাপত্তা প্রহরী – ৮১ জন
-মালি – ১৮ জন
আবেদন সংক্রান্ত নির্দেশনা:
-বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
-একজন প্রার্থী ১৪তম থেকে ১৬তম গ্রেডের মধ্যে যেকোনো একটি এবং ২০তম গ্রেডের যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন।
-কেবল গণপূর্ত অধিদপ্তরের সেটআপভুক্ত কর্মচারীরাই (মাস্টাররোল, ওয়ার্কচার্জড, অস্থায়ী, ভাউচার বা আউটসোর্সিং ব্যতীত) বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন।
–আবেদনকারীর বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।
ফি জমাদান: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ৪ টাকা, মোট ১০৪ টাকা অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।