দেশপ্রেমের আবেগে ভরপুর গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘সোলজার’। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।
গত এক মাস ধরে গুঞ্জন ছিল, এই ছবির মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন। তার সঙ্গে আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এতদিন পর্যন্ত এ বিষয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। অবশেষে নির্মাতা নিজেই নিশ্চিত করলেন খবরটি।
সাকিব ফাহাদ বলেন, “গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বাছাই করা হয়েছে। শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে — এটি তার প্রথম সিনেমা। আমরা সবাই খুব এক্সাইটেড। আশা করছি দর্শক নিরাশ হবেন না।”

জানা গেছে, ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে ‘সোলজার’-এর শুটিং। সিনেমাটির প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে, চলতি বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এর আগে কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, তানজিন তিশা সিনেমায় নাম লেখাচ্ছেন। বছর দুয়েক আগে শাকিব খানের সঙ্গে তার সিনেমায় অভিনয়ের খবর ছড়ালেও তখন তা বাস্তব রূপ পায়নি। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ‘সোলজার’-এর মাধ্যমে তিশার বড় পর্দায় যাত্রা শুরু হচ্ছে।
অন্যদিকে, ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। এছাড়া গত বছর আসিফ ইসলামের ‘যাত্রী’ সিনেমায় অভিনয়ের খবর মিললেও পরে আর কোনো আপডেট পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুলাইয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল— ‘ভালোবাসার মরশুম’ নামের একটি টালিউড সিনেমায় অভিনয় করবেন তানজিন তিশা, যেখানে তার সঙ্গে থাকবেন বলিউড অভিনেতা শরমন জোশি। যদিও পরবর্তীতে ভিসাজনিত জটিলতার কারণে প্রকল্পটি থমকে যায় বলে জানা গেছে।
সব মিলিয়ে ‘সোলজার’ এখন ঢালিউডে নতুন উত্তেজনার নাম। শাকিব খান, তানজিন তিশা ও ঐশী— এই তিন তারকার সমন্বয়ে দেশপ্রেমের গল্পে তৈরি এই সিনেমা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।