সমালোচনার মুখে থেকেও একদম নির্লিপ্ত জাকের আলী অনিক। হার্ড হিটার হিসেবে পরিচিত এই ব্যাটার সাম্প্রতিক সময়ে রানের খরায় ভুগছেন। শেষ ১০ ইনিংসে মাত্র দুইবার ৩০ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। ছক্কার সংখ্যা মাত্র দুটি—যা তার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে মানায় না বলেই মনে করছেন অনেকেই। রান তোলার ধীর গতি, গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়া—সব মিলিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে এসব নিয়ে একটুও ভাবছেন না জাকের। বরং মনোযোগ দিয়েছেন নিজের খেলার উন্নতিতে। এশিয়া কাপে ছয় ইনিংসে তার রান ছিল ০*, ৪১*, ১২*, ৯, ৪ এবং ৫। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেছেন ৬, ৩২ ও ১০ রান। পারফরম্যান্সে ওঠানামা থাকলেও জাকের আশাবাদী—সময় মতো তিনি ফর্ম ফিরে পাবেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে যখন সমালোচনা নিয়ে প্রশ্ন করা হয়, জাকেরের সোজাসাপ্টা জবাব,
“এগুলো নিয়ে আমার কিছু বলার নেই।”
ব্যক্তিগত ব্যর্থতা থাকলেও দলের সাফল্যে ভীষণ খুশি তিনি। জাকের বলেন,
“আমি ম্যাচ জিতাইনি, সবাই মিলে জিতেছি। আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সেটি যথাসাধ্যভাবে পালন করেছি। লিটন (দাস) ছিল না, তাই আমি দায়িত্বটা নিয়েছি। কৃতিত্ব পুরো দলের—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই সবাই দারুণ করেছে।